রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মসজিদের ইমাম হাফেজ মো. সাইদুল ইসলাম (২০) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বর্ধিত কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৫ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম আলী আহমেদ এই দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সাইদুল ইসলাম ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর পশ্চিমপাড়া গ্রামের মো. সাহাব আলীর ছেলে। তিনি ওই এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ইমামতি করতেন।

মামলার রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আইনজীবী মো. আকরাম হোসেন জানান, দণ্ডিত সাইদুল ইসলাম ধর্ষণের শিকার শিশুটির পিতার চাচার বাড়িতে থেকে মসজিদে ইমামতি করতেন এবং মক্তবে ছাত্রছাত্রী পড়াতেন। ২০১৮ সালের ১৮ নভেম্বর সকালে মক্তবপাঠ শেষে তিনি বাড়ি ফিরে ওই শিশুকে ঘর পরিস্কারের জন্য ডেকে নিয়ে যান। বাড়িতে লোকজন না থাকায় শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান ওই ইমাম।

শিশুটিকে প্রথমে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারি পরীক্ষায় শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।

পরে ২২ নভেম্বর শিশুটির পিতা বাদী হয়ে ওই ইমামের বিরুদ্ধে ইসলামপুর থানায় ধর্ষণ মামলা করেন। সেই মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং আসামির ১৬৪ ধারায় জবানবন্দি শেষে আদালত এই রায় দেন।

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. আব্দুল্লাহ।

(আরআর/এসপি/মার্চ ১৫, ২০২১)