বিশেষ প্রতিবেদক, রংপুর : রংপুরে নতুন বিদ্যুত সংযোগ দিতে গিয়ে তৌহিদুল ইসলাম বাহাদুর নামের ২১ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। সংযোগ কাজ করার সময় ভুল করে বিদ্যুৎ লাইনের সংযোগ বন্ধ না করায় এ ঘটনা ঘটেছে। 

সোমবার বেলা ১১টার দিকে গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ কামারপাড়া চারমাথায় এ ঘটনা ঘটে। এতে বিদ্যুতের তারে ঝুলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত বাহাদুুর একই উপজেলার মর্ণেযা ইউনিয়নের খলিফা বাজার চোদ্দ মাথা এলাকার টেক্কা মিয়ার ছেলে। তিনি বিদ্যুতের লাইনম্যান হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ তার লাশ উদ্ধার করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক মিরাজ আব্দুল হাদি জানান, লাইনম্যান বাহাদুর কোমড়ে বেল্ট পরিহিত অবস্থায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে সংযোগের কাজ করছিল। আকষ্মিকভাবে তারের উপর জড়িয়ে পড়ে ঘটনাস্থলে আরেক তারের উপর প্রায় দুই ঘন্টা ঝুলন্ত অবস্থায় পড়ে থাকে।

পরে খোঁজ নিয়ে জানা যায়, কাজের সময় কাজের সময় বিদ্যুত সংযোগ অফিস থেকে বন্ধ করা ছিল না।

(এম/এসপি/মার্চ ১৫, ২০২১)