ফেনী প্রতিনিধি : ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের একটি মাদ্রাসায় ৬/৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপালসহ অপর এক সহকারী শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগী পরিবার ও সংশ্লিষ্টসূত্র জানায়, গত ৯ মার্চ সকালে মাদ্রাসার সহকারী শিক্ষক কাউসার হাবিব ওই শিশুকে চকলেটের লোভ দেখিয়ে মাদ্রাসার পাশে একটি আশ্রয়কেন্দ্র নিয়ে ধর্ষণের চেষ্টা করে ।

এরপর থেকে ওই ছাত্রী মাদ্রাসায় যেতে চরম অনিহা প্রকাশ করতে থাকে, এর কারণ জানতে চাইলে গত শনিবার (১৩ মার্চ) মাদ্রাসা থেকে ফিরে ওই ছাত্রী তার মাকে বিস্তারিত খুলে বলে।

ঘটনা শোনার পর মেয়ের মা স্বজনদের নিয়ে মেয়েকে সাথে করে পরদিন রবিবার ঘটনাস্থলে যান, পরে মাদ্রাসায় গিয়ে এ ব্যাপারে প্রিন্সিপালকে জানালে তিনি বিষয়টি দেখবেন বলে মেয়ের মা ও অভিভাবকদের চলে যেতে বলেন ।

এই ফাঁকে প্রিন্সিপাল সুকৌশলে ওই শিক্ষককে সিএনজি অটোরিকশায় করে পালিয়ে যেতে সহযোগিতা করে, পালানোর সময় মেয়ের স্বজনরা সিএনজি সহ অভিযুক্ত শিক্ষককে আটক করে স্থানীয় মেম্বারকে জানায, মেম্বার এসে চেয়ারম্যানের সাথে কথা বলে পুলিশকে অবহিত করেন ।

পুলিশ এসে মাদ্রাসার প্রিন্সিপাল ওলি উল্লাহ এবং অভিযুক্ত শিক্ষক কাউসার হাবিব (২৫) কে আটক করে পরশুরাম থানায় নিয়ে যায ।

পরশুরাম থানার এসআই আশরাফ জানান, গত রবিবার (১৪ মার্চ) দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন পুলিশকে ফোন করে বিষয়টি জানালে পুলিশ গিয়ে তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে আসে ।

বিকালে ওই শিশুটির বাবা বাদী হয়ে তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন, তাদের দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে ।

(এনকে/এসপি/মার্চ ১৫, ২০২১)