জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) রাতে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোহাম্মদ বাকী বিল্লাহ্ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

করোনাভাইরাসে আক্রান্ত হলেও তার শারীরিক অন্য কোনো জটিলতা নেই বলে জানা গেছে। বর্তমানে তিনি রাজধানীর ন্যাম ভবন নামে নিজবাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি জামালপুরবাসীসহ সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোহাম্মদ বাকী বিল্লাহ্ জানান, জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলির জন্য টুঙ্গিপাড়ায় যাওয়ার আগে দলের নেতাদের করোনা পরীক্ষা করা হয়। এতে সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি মহোদয়ের করোনা পজিটিভ আসে।

তবে তার কোনো শারীরিক সমস্যা নেই। নিজবাসায় সুস্থ আছেন বলেও তিনি জানান।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) থেকে নির্বাচিত এমপি মির্জা আজম দেশে করোনাভাইরাসের শুরু থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রাণ বিতরণসহ দলীয় বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন।

(আরআর/এসপি/মার্চ ১৭, ২০২১)