মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে নানা কর্মসূচির মধ্যেদিয়ে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। 

বাঙালী জাতির মহান এই নেতার জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল থেকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দলীয়, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকর্মীদের পাশাপাশি ঢল নামে সাধারণ জনতার।

বুধবার (১৭ মাচর্) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ এমপি, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। এর পর বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরাও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন।

সকাল ১১টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জেলা আওয়ামীলীগ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। একই স্থান থেকে জেলা ছাত্রলীগও শোভা যাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের এসআর প্লাজার সামনে জেলা যুবলীগের আয়োজনে জাতিরজনকের ১০১তম জন্মবার্ষিকীর কেক কাটা হয় এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

(একে/এসপি/মার্চ ১৭, ২০২১)