ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি ডাক্তার বোরহান উদ্দিনের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। আগুনে পুড়ে গেছে গোয়াল ঘর এবং গরু ছাগল। পূর্বেও একই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। একের পর এক এমন ন্যাক্কার জনক ঘটনায় নিরাপত্তাহীনতায় ভূগছেন বাড়ির সদস্যরা।

ঘটনাটি ঘটে ১৭ই মার্চ সুবর্ণচর উপজেলা ২ নং চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামে অবস্থিত সাংবাদিক ডাক্তার বোরহান উদ্দিনের বাড়ীতে। ডাক্তার বোরহান বলেন, "আমি বাড়ীতে থাকিনা দীর্ঘ ২০ বছর ধরে মৃত আব্দুল মালেকের পুত্র সহায় সম্বলহীন বেলায়েত হোসেন(৫০) ও তার স্ত্রীকে আমার বাড়ীতে (রায়ত) থাকে।

অসহায় বেলার হোসেন দিনমজুর করে সংসার চলেনা তাই গরু-ছাগল লালন পালন করে যা আয় হয় তাই দিয়ে তাদের ৫/৬ জনের সংসার চালায় মাঝে মাঝে আমিও আর্থিক সহযোগিতা করি।

গতকাল রাত ৪ টার সময় দূর্বিত্তরা গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে ঘর পুড়ে যাওয়ার শব্দ শুনে বেলায়েত হোসেন আগুন নেবার চেষ্টা করে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। গরু ছাগলের গায়ে আগুন লেগে যায়, এখন নগরু ছাগল মারা যাওয়ার পথে। ভুক্তভোগি বেলায়েত হোসেন বলেন। ২০ বছর যাবৎ ডাক্তার বোরহান উদ্দিনের বাড়ীতে আশ্রয় (রায়ত) থেকে বসবাস করছি, অনেক কস্টে জমানো টাকা দিয়ে গুরু ছাগল কিনে লালন পালন করে স্ত্রী সন্তান নিয়ে খেয়ে না খেয়ে বেঁচে আছি কিন্তু কে বা কারা ভোর রাত ৪টায় গোয়ালঘরে আগুন লাগিয়ে দেয়। গরু ছাগলের ৮০% পুড়ে গেছে। গোয়াল ঘরটিও পুড়ে ছাই। আমি এখন ভিক্ষুক, কাঙ্গাল হয়ে গেছি। এর আগেও আমার গরু নিয়ে গেছে আমি এটার উপযুক্ত বিচার চাই।

তিনি আরো বলেন, সাংবাদিক বোরহানের পরিবার এখানে না থাকায় আমাকে তাড়িয়ে দিয়ে একটি মহল ডাক্তার বোরহানের জায়গাজমি, ঘরবাড়ী দখলের অপচেষ্টা চালিয়ে আসছে বলে দাবী করেন বেলায়েত হোসেন। অসহায় পরিবারটির সাথে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী এলাকাবাসী বলেন, প্রায় এমন ঘটনা করছে দূর্বিত্তরা, আমরা সঠিক তদন্তপূর্বক শাস্তির দাবী করছি।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক তরিক খন্দকার বলেন, আমি সরজমিন পুলিশ পাঠাচ্ছি কাউ লিখিত অভিযোগ দিলে ব্যাবস্থা নেয়া হবে।

(এস/এসপি/মার্চ ১৭, ২০২১)