তপু ঘোষাল, সাভার : শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, অভিভাবকদের নিয়ে বেলুন ফুলানো প্রতিযোগিতা, আলোচনা সভা ও কেক কাটা সহ বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর সন্নিকটে সাভারে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সমাজ উন্নয়ন কেন্দ্র” পালন করলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

বুধবার ( ১৭ মার্চ) সকালে সাভার পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণপাড়া হরির আখড়া মন্দির মাঠ প্রাঙ্গণে শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি এবং তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণি এই দু’টি গ্রুপের শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে অভিভাবকদের মাঝে বেলুন ফুলানো প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

“সমাজ উন্নয়ন কেন্দ্র” এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী নিউটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঢাকা জেলার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, সাভার পৌর-স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন কুমার সাহা, সাভার পৌরসভা ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদল চন্দ্র সাহা।

আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী সুলতান আহম্মেদ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য আমিনুল মোমিনীন জাপান ও তাজা খবর পত্রিকার সম্পাদক তপু ঘোষাল।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে বিশদ আলোচনা করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে শিশু-কিশোরদের সাথে নিয়ে প্রধান অতিথি নুরে আলম সিদ্দিকী নিউটন অন্যান্য অতিথিদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এর কেক কাটেন।

অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক মিশ্রন আর্ট স্কুলের পরিচালক আনিসুর রহমান, এসো শিখি আর্ট স্কুলের পরিচালন মো: আজাদ রহমান, চাইল্ডফেয়ার একাডেমী শিক্ষিকা মাহমুদা নাছরীন মেরী, দোলন সাহা, শিউলী সাহাসহ অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক সুব্রত বণিক, সদস্য সুকুমার সরকার টুটুল (পটলা), মাধব চক্রবর্তী, মলয় দাস, নীল কমল সাহা, শফিকুল ইসলাম লিটন, আবুল কাশেম বিপ্লব, জুয়েল, মূসা, এএসএম সায়েম, রতন ও ইসমাঈল সহ প্রমূখ।

(ওএস/এসপি/মার্চ ১৮, ২০২১)