রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত বাস্তবায়নসহ ৮দফা দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন করা হয়েছে।

রবিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম চিলমারী সড়কে মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ভোলারাম রবিদাস, উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, প্রশান্ত রবীদাস, সুশীল রবীদাস প্রমুখ।

বক্তারা বলেন, পিছিয়ে পরা জনগোষ্ঠীকে মূল ¯্রােতে আনতে হলে সরকারকে অগ্রণি ভূমিকা পালন করতে হবে। এছাড়া বিডিইআরএম থেকে জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সকল মহানগরী ও পৌরসভা সমূহে দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করা, সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল প্রতিষ্ঠানে দলিতদের জন্য ভর্তি কোটা প্রবর্তন করা, আদমশুমারী ২০২১ এ দলিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ করার ব্যবস্থা গ্রহন, পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদের সুরক্ষা সামগ্রি সরবরাহ এবং সরকারি চাকরীতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থার প্রবর্তনের দাবী জানানো হয়।

(পিএস/এসপি/মার্চ ২১, ২০২১)