সুনামগঞ্জ প্রতিনিধি : মহুয়া আক্তার স্বর্ণালী নামে সুনামগঞ্জের তাহিরপুরে  ট্রান্সজেন্ডার (তৃতীয় লিঙ্গ) কে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার রাতে আশংকাজনক অবস্থায় তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ডে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানিয়েছেন,পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করেছেন এরপর লিখিত অভিযোগ পেলেই আইনি ব্যবস্থা নেয়া হবে।

শনিবার রাতে ভিকটিমের বরাত দিয়ে পরিবারের লোকজন জানান, পরিবার হতে বিচ্ছিন্ন হয়ে উপজেলার সীমান্তজনপদ লাউরগড়ের হযরত শাহ আরেফিন (রহ.) আস্তানা এলাকায় বসবাস করে আসছিলেন তৃতীয় লিঙ্গের স্বর্ণালী।

ওখানকার স্থানীয় কয়েকজন যুবক বেশ কিছুদিন ধরেই তৃতীয় লিঙ্গের সংগঠনের সদস্য করার জন্য চাঁপ দিচিছলেন স্বর্ণালীকে।

এরপর শনিবার রাতে তৃতীয় লিঙ্গধারী হিসাবে অজুহাত তৈরী করে লাউরগড় এলাকায় জাদুকাটা নদীর শুন্য রেখা বরাবর কয়লা উক্তোলনে বিজিবির নিকট তদবীর করার জন্য চাঁপ প্রয়োগ করেন যুবকরা স্বর্ণালীকে।

তদবীরে সায় না দেয়া ও সংগঠনর সদস্য না করায় সংক্ষুদ্ধ হয়ে যুবকরা রাত ৮ হতে সাড়ে আটটার দিকে স্বর্ণালীকে শারীরিক নির্যাতনের পর গলায় রশি লাগিয়ে শ্বাসরোধে হত্যা প্রচেষ্টা চালায়।

শনিবার রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় আমরা মর্মাহত হয়েছি, অভিযুক্তদের বলেছি আহত স্বর্ণালীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করতে এবং বিষয়ুট দ্রæত নিষ্পক্তি করতে।

(এইচ/এসপি/মার্চ ২২, ২০২১)