আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহরে বিশ্ব বন দিবস উপলক্ষে সবুজ আন্দোলনের উদ্যোগে সান্তাহার সরকারি কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মার্চ) সান্তাহার সরকারি কলেজ প্রাঙ্গনে শতাধিক বৃক্ষ রোপণ কর্মসূচির সভাপতিত্ব করেন সবুজ আন্দোলন ছাত্র পরিষদের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী, নেহাল আহম্মেদ প্রান্ত।

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ ডা: প্রদিপ কুমার সাহা, সান্তাহার মডেল প্রেস ক্লাবের সভাপতি বুলবুল আহম্মেদ , সাংবাদিক সাগর খান, কলেজ ছাত্র নেতা মূসা, সাংবাদিক শুভ চক্রবর্ত্তী প্রমূখ।

বৃক্ষ রোপণ শেষে কলেজ প্রাঙ্গনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার বক্তব্যে সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ ডা: প্রদিপ কুমার সাহা বলেন, বৃক্ষ রোপণ করেই পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব এবংপরিবর্তন ও পরিবেশ বিপর্যয় রোধ করা সম্ভব হবে না।

সবুজ আন্দোলন ছাত্র পরিষদের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী নেহাল আহম্মেদ প্রান্ত বলেন, গাছ লাগিয়ে রাখলেই বৃক্ষ রোপন হয় না,গাছের যত্ন নিতে হবে বৃক্ষের পরিচর্যা করতে হবে।

কলেজ ছাত্র নেতা মূসা বলেন, আমরা আমাদের কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচি চালিয়ে যাবো , শুধু সান্তাহার কলেজ প্রাঙ্গনে নয় আদমদীঘি উপজেলাতে আমরা বৃক্ষ রোপন করে পরিবেশ ভারসাম্য রক্ষায় কাজ করবো।

(এস/এসপি/মার্চ ২২, ২০২১)