নূরুল আমিন খোকন, ফেনী : 'মাক্স পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহামারী করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ মোকাবেলায় ফেনী সদর সহ জেলার ছয় উপজেলায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ফেনী জেলার স্ব স্ব থানা পুলিশ ।

এ কর্মসূচির আওতায় ফেনী সদর সহ সোনাগাজী, দাগনভূঞা, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মাঠপর্যায়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে অনুপ্রেরণা ও উদ্বুদ্ধ করবে স্ব স্ব থানা পুলিশ। অর্থনৈতিক ও জনসাধারণের চলমান জীবনধারা স্বাভাবিক রাখার পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমন পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন এবং অপরাধ) মাঈনুল ইসলাম।

তিনি জানান, ২১ মার্চ রবিবার থেকে জেলার ৬টি উপজেলা ও ইউনিয়নে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা ও মাক্স বিতরণ শুরু করেছে থানা পুলিশ সদস্যরা ।

(এনকে/এসপি/মার্চ ২২, ২০২১)