মাদারীপুর প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় হিন্দু পল্লীর বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মাদারীপুর জেলা শাখা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মাদারীপুর জেলা শাখার সভাপতি নন্দ দুলাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাবুল চন্দ্র দাস, উপদেষ্টা সুনীল হালদার, নারায়ন চন্দ্র শীল, স্বামী সত্যপ্রিয়ানন্দ জীবন মহারাজ।

পরান কৃষ্ণ চক্রবর্তীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গোবিন্দ চন্দ্র রাহা, রবিন চৌধুরী, বিষ্ণু চৌধুরী, প্রদীপ কুমারসহ মহাজোট ও অঙ্গ সংগঠনের নেতারা।

মানববন্ধনে দোষীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দাবি করেন নেতারা। এসময় দুইশতাধিক সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মানুষ মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন।

(এ/এসপি/মার্চ ২৩, ২০২১)