একটি গণহত্যা রাত্রির গল্প

কি বর্বরতা, কি পাশবিকতা!
স্বপ্নেও দেখো নাই সখা!
শুনে নাও তবে ২৫ মার্চ রাতে
কি ঘটেছিল দেশে; ঢাকা!
প্রত্যহ'র ন্যায় সেরাতেও ছিলো-
বাঙালিরা গভীর ঘুমে,
পাকসেনারা গঠাৎ চালায় কামান
চমকিত শব্দ-বোম্বে।
বৃষ্টির মতো যেন- চলিলো গুলি
নিরস্ত্র বাঙালির তরে,
দেখেনা পাষাণ; শিশু,নারী,ছাত্র
হত্যা পথে-বাড়ী-ঘরে।
যেখানে তারা বাঙালি দেখেছে
সেখানেই করেছে গুলি,
কারো বুক-পিঠ ঝাঁঝর হয়েছে
কারো গেছে মাথার খুলি।
মুহুর্তেই যেন বাংলার রাজপথ-
রক্ত-লাশে গেলো ভেসে,
লাখ-লাখ প্রাণ কেঁড়ে নিয়ে তবে,
নয়া এক প্রভাত আসে!
অতঃপর---------
বাংলামুক্তির লড়াই হয় শুরু
পিতা মুজিবের ডাকে,
বহু জান-মাল-ইজ্জত ত্যাগে
পেয়েছি স্বাধীন মা'কে।