টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়ন থেকে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ওএমস’র ৪৮ বস্তা চাল জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কামরুল হাসান।  

কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান জানান, উপজেলার নাগবাড়ী ইউনিয়নের আওলাতৈল গ্রামে সরকারের খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের (ওএমএস) চাল অবৈধভাবে বিক্রি করার জন্য নেওয়া হচ্ছিল। স্থানীয়রা ওই চাল বোঝাই দুটি অটোরিকশা আটক করে উপজেলা প্রশাসনে খবর দেয়। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ব্যাটারি চালিত দু’টি অটোরিকশা থেকে ৪৮ বস্তা(এক হাজার ২০০ কেজি) চাল জব্দ করা হয়। চালগুলো স্থানীয় খাদ্য বিভাগের ডিলার ইয়াসিন আলীর বলে ধারণা করা হচ্ছে।

(আরকেপি/এসপি/মার্চ ২৫, ২০২১)