আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় শনিবার (২৭ মার্চ) থেকে দুই দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে পাংশা উপজেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । 

দেশের বিভিন্ন স্থানে শনিবার থেকে দুই দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন। এতে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হচ্ছে।

পাংশা উপজেলা কমপ্লেক্স সংলগ্ন মেলার আয়োজন করা হয়েছে। বেলুন ও পায়রা উড়িয়ে উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলার কার্যক্রম শুরু করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সভাপতিত্ব করেন। এ সময় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাদাত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী বলেন, তিন দিনব্যাপী মেলায় সরকারের উন্নয়ন সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে সরকারি সংস্থাগুলোর স্টল রয়েছে। মেলা থেকে জনগণ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও পরিকল্পনা সম্পর্কে জানতে পারবে।

(একে/এসপি/মার্চ ২৭, ২০২১)