জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী (গাজীপুর) : নোয়াগাঁও ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও আলোর দুয়ার সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৭নং ওয়ার্ড কেজি স্কুল আন্ত:ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার আলোর দুয়ার যুব উদ্যোক্তা ও সমাজকল্যাণ সংঘের সভাপতি আলহাজ¦ শুক্কুর আলী মাতাব্বরের সভাপতিত্বে এবং নোঁয়াগাও ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় কেজি স্কুল আন্ত:ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: সাদেক আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।

অনুষ্ঠানে আলোচনায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি ৪৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো: হেলাল উদ্দিন, আলোর দুয়ার যুব উদ্যোক্তা ও সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার মো: নাজমুল হুদা, সিলমুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির, টিএন্ডটি কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাহিদ, সিলমুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শেদা আহমেদ, মরকুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, জনকল্যাণ ফাউন্ডেশনের প্রধান শিক্ষক রবিউল্লাহ খান, দরুল হুদা সিদ্দিকীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক খেলাফত মল্লিক, আল ফুরকান মাদরাসার প্রধান শিক্ষক তবিবুর রহমান তুষা, ইকরা মডেল মডেল স্কুলের প্রধান শিক্ষক মো: ওয়াহিদ উল্লাহ, ইউনাইটেড মডেল একাডেমীর প্রধান শিক্ষক শামীম আহমেদ, আব্দুল মালেক মুন্সী মডেল একাডেমী জহিরুল ইসলাম, নতুন কুড়ি বিদ্যানিকেত প্রধান শিক্ষক কাউসার উজ্জামান, মেধা বিকাশ স্কুলের প্রধান শিক্ষক সোহেল ভূঁইয়া, টঙ্গী প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক তহিদুল ইসলাম, ওসমান মেমোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক ফেরদৌস আরা, আকাল মাহমুদ একাডেমীর প্রধান শিক্ষক সাদেক হোসেন, স্টার একাডেমীর প্রধান শিক্ষক তানিয়া সুলতানা, সিলমুন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, প্রতিভা মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: হেলাল উদ্দিন, সাদেক ক্যাডেট একাডেমীর প্রধান শিক্ষক মোস্তফা কামাল, হানিফ মেমোরিয়া একাডেমীর প্রধান শিক্ষক শারমীন সুলতানা সুমা, সিলমুন পাবলিকের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, হেভেন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান, ব্রাইট স্টার কিন্ডার গার্ডেন প্রধান শিক্ষক হাবিবুর রহমান, গোল্ডেন একাডেমী এন্ড কলেজের প্রধান শিক্ষক রাসেদ আলম, স্কলান একাডেমী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম লিটন, প্রগতি বিদ্যানিকেতন প্রধান শিক্ষক মশিউর রহমান শাহীন, সাবেক জাতীয় ফুটবল খেলোর বিসুদাস প্রমুখ।

আলোচনা সভা শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ডের কেজি স্কুল আন্ত: ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

(জে/এসপি/মার্চ ২৭, ২০২১)