স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে যুবদল-ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১৬১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

রবিবার (২৮মার্চ) গাজীপুর সদর মেট্রো থানার এসআই এসএম আল আমিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিরা সবাই বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। এদের মধ্যে রয়েছেন মহানগর ছাত্রদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এসএম ইমরান রেজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদর থানা যুবদলের আহবায়ক মাহমুদ হাসান রাজু, সদস্য সচিব নাজমুল খন্দকার সুমন, স্বেচ্ছাসেবক দলের গাজীপুর জেলা শাখার সভাপতি হাসিবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক নুরে আলম, বাড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আজিজুল ইসলাম আজিজ।

সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃত জুবায়ের হোসেন (১৯), মোঃ মাসুদ (৩৯), মোঃ শামীম (৪০) ও আজিজুল ইসলাম আজিজ (৫০) কে রবিবার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য শহরের রাজবাড়ি রোডে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে রাস্তার উপর দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করে। তাদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের উপর হামলা চালায়। এতে এসআই আল আমিনসহ আরো দুই পুলিশ সদস্য আহত হয়। এক পর্যায়ে আসামিরা রাস্তায় থাকা পুলিশের একটি পিকআপসহ যানবাহন ভাংচুর শুরু করে।

পরে আসামিরা পুলিশের উপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় পুলিশ ২৭ রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দয়ে। পুলিশ ঘটনাস্থল থেকে প্লাস্টিকের পাইপ, লোহার রড, বাঁশের লাঠি উদ্ধার করা হয়।

(এস/এসপি/মার্চ ২৮, ২০২১)