লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ‘অবৈধ হরতাল লক্ষ্মীপুরে হবে না’- এ স্লোগানে যুবলীগের নেতাকর্মীরা মিছিল করেছে। রোববার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা যুবলীগের ব্যানারে মিছিল থেকে হেফাজত ও মৌলবাদের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়। উত্তর তেমুহনী বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরাল এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

এদিকে সারাদেশে হরতাল ডাকলেও লক্ষ্মীপুরে হেফাজতের কাউকেই রাস্তায় নামতে দেখা যায়নি। জেলায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার গাড়ি চলাচলও স্বাভাবিক রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

যুবলীগের হরতাল বিরোধী মিছিলে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, যুবলীগ নেতা আবদুল জাব্বার লাভলু ও মাহবুবুল হক মাহবুব,আলআমিন ভূঁইয়া, ইকবাল হোসেন হ্যামেল ক্বারী, মিজানুর রহমান মিজান প্রমুখ।

বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে মৌলবাদীরা চেষ্টা করছে। তাদের ডাকে হরতালে লক্ষ্মীপুরের মানুষ সাড়া দেয়নি। নাশকতা সৃষ্টির লক্ষ্যে কেউ মাঠে নামলে এর কঠোর জবাব দেয়া হবে।

(এস/এসপি/মার্চ ২৮, ২০২১)