স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু এক কর্মস্থলেই ১৫ বছর ধরে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার কারণে নিজের ইচ্ছা মতো অফিসে যাওয়া আসা করে থাকেন। অনেক সময় বিভিন্ন অজুহাতে মিটিং দেখিয়ে অফিসে অনুপস্থিত থাকেন। এতে সেবা গ্রহিতারা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জানাগেছে, বালিয়াকান্দি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু ২০০৬ সালের ১৩ মার্চ বালিয়াকান্দিতে যোগদান করেন। এরপর আর বদলী হতে হয়নি। তিনি রাজবাড়ী থেকে অফিস করেন। ফলে প্রতিদিন অফিস সময়ে এসে অফিসে পৌছাতে দেখা যায়নি। এ কারণে অফিসের অন্যান্য স্টাফদেরকে তার পরিবর্তে সেবা প্রদান করতে হয়। অনেক সময় জেলা অফিসে মিটিং দেখিয়ে অফিসে আসতে হয় না। বিভিন্ন ট্রেনিং, ঋন বিতরণসহ কার্যক্রমে একই লোকদেরকে দেখা যায়। অনুসারী না হলে তাদের ভাগ্যে জোটে না কোন প্রশিক্ষণ। চলতি ড্রাইভিং প্রশিক্ষণ, অসহায় নারীদের প্রশিক্ষণে বেশির ভাগ প্রার্থী সুযোগ হয়েছে তদবীরে। তারপরও নিজের আস্থাভাজনদের তদবীর ছাড়া রাখা হয়নি কোন প্রশিক্ষনার্থীকে। ফলে প্রকৃতপক্ষে সুফলভোগীরা হয়েছেন বঞ্চিত।

ড্রাইভিং শিক্ষার বিষয়ে আবেদনকারী কয়েকজন বলেন, আমরা আবেদন করার পর ডাকা হলেও নাম ঠিকানা শুনে পাঠিয়ে দেওয়া হয়। পরে আর আমাদের নাম দেখতে পায়নি।

এছাড়াও উপজেলা কার্যালয়গুলোতে বদলিতে অনীহা এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর। ফলে একই কর্মস্থল যুগ পার করছেন। এতে তাদের একটি অংশ অবৈধ সিন্ডিকেটে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। এদের মধ্যে কেউ এক দশক, কেউ বা এক যুগ, কেউ বা যুগ যুগ পার করছেন। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অদৃশ্য কারণে দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীরা অন্যত্র বদলি হন না। দীর্ঘকাল অবস্থান করায় তাদের অনেকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগও উঠেছে।

এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানুর অফিসে কয়েকদিন গিয়ে না পেয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

(একে/এসপি/মার্চ ২৮, ২০২১)