কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা রেঞ্জ অফিসের ৩ শ গজের মধ্যেই বন ধ্বংসের মহোৎসব চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় একাধিক ও বন বিভাগ সূত্রে জানা যায়, কালিয়াকৈর বন বিভাগ কালিয়াকৈর রেঞ্জ ও কাচিঘাটা রেঞ্জে বিভক্ত। এদের মধ্যে কালিয়াকৈর রেঞ্জ এলাকায় জমির মূল্য বেশি হওয়ায় কুচক্রী মহলের টার্গেট চন্দ্রা এলাকা। বনের কর্মকর্তাদের যোগসাজশেই বনের জমি বেদখল ও বন নিধন হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এ ব্যাপারে কোন কার্যকরী উদ্যোগ নিচ্ছেনা বন বিভাগ।

সরেজমিনে দেখা যায়, চন্দ্রা বিট অফিসের পাশেই বনের জমিতে জুটের গোডাউন, কিছুদিন আগেও সেখানে সবুজে সমারোহ ছিল শালবনে। গাছের গোড়ায় অগ্নিসংযোগ ও লবন পানি জমিয়ে বন ধ্বংস করছে একটি কুচক্রী মহল। এসব এলাকায় বনের ভেতরে ডিমারগেশন বিহীন ৫/৬ টি জুটের গোডাউন। এসব গোডাউনের চলাচল বনের ভেতর দিয়েই। তৈরি করে নিয়েছে অসংখ্য রাস্তা। এসব জুট ব্যবসায়ীরা জুট আবর্জনা ফেলেও বন ধ্বংস করছে।

স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, আশপাশের জুট ব্যবসায়ীরা এসব বন কৌশলে ধ্বংস করছে।

এ ব্যপারে জনৈক একজন জুট ব্যবসায়ী জানায়, চন্দ্রা বিট অফিসে প্রতি মাসে মাসোহারা দেই।

রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন বলেন, আমি নতুন এসেছি। আপনাদের সকলের সহযোগিতা নিয়েই এসব সমস্যার সমাধান করা হবে।

(আই/এসপি/মার্চ ৩০, ২০২১)