জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। 'ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নৃশংসভাবে মানুষ হত্যার ন্যাক্কারজনক হামলা, নারকীয় তান্ডব এবং জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ' প্রতিপাদ্যে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে শহরের লম্বাগাছ এলাকা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে বের হওয়া একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, রুহুল আমিন মিলন, শফিকুল ইসলাম খান সজিব, শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ ও মৎস্যজীবী দল নেতা আব্দুল হালিম প্রমুখ।

বক্তারা পুলিশের গুলিতে হেফাজত কর্মীদের মৃত্যুর নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দাবি করেন।

(আরআর/এসপি/মার্চ ৩০, ২০২১)