আবুল কালাম আজাদ, রাজবাড়ী : দেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে কঠোর হচ্ছে সরকার। আর সরকারের নির্দেশনা মোতাবেক দায়িত্বের কঠোর অবস্থানে পাংশা উপজেলা প্রশাসন। বিশেষ করে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা এবং যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ইতোমধ্যে মাঠে নেমেছে মোবাইল কোর্ট। 

জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকেই পাংশার সর্বস্তরে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্টের অভিযান শুরু হয়েছে।

এতে স্পষ্ট যে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এর ঊর্ধ্বমুখী ধারায় লাগাম টানতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। বুধবার পাংশার জনবহুল স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। পাংশা উপজেলার প্রতিটি বাজার, মার্কেট, রেলওয়ে স্টেশন, পুরান বাজার, বাসস্টপ সহ বেশ কয়েকটি স্থানে চালানো হয় উপজেলা প্রশাসন পরিচালিত মোবাইল কোর্টের অভিযান।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ টি মামলায় মোট ১২ হাজার টাকা এবং মোবাইল কোর্টের ১১ টি মামলায় ৫ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল কোর্ট ও সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এই অভিযানের পাশাপাশি জনসাধারণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন বলেন, জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর হওয়া ছাড়া কোনো বিকল্প সরকারের কাছে ছিল না। হটাৎ সংক্রমণ বাড়তে থাকায় মানুষকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে বারবার অনুরোধ করে আসছিলাম। কিন্তু অধিকাংশ মানুষ সেই অনুরোধে সাড়া দেননি।

সুতরাং কঠোর হওয়া ছাড়া বিকল্প নেই। মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান। মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানলে আগের মতো জরিমানা করা হবে। আগের মতো কঠোর হচ্ছে সরকার এবং এই অভিযান অব্যাহত থাকবে।

(একে/এসপি/এপ্রিল ০১, ২০২১)