নূরুল আমিন খোকন, ফেনী : সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের নবী উল্লাহ বেড়ীবাঁধ বাজার এলাকায় ১০৩ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

গত ৩১ মার্চ বুধবার দুপুরে সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে এলাকায় নদীর বেড়ীবাঁধ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে কতিপয় ভূমিদস্যু, এগুলো সরিয়ে নিতে স্থাপনার মালিকদের নোটিশ দেয়া হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে না নেয়ায় প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ।

পাউবো'র উপ-বিভাগীয প্রকৌশলী মো: নুরুন্নবী বলেন, ফেনী জেলার ৬৬ খাল ও নদী অবৈধ দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ড বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে, নবী উল্লাহ বেড়ীবাঁধ বাজারের এসব অবৈধ স্থাপনার মালিকদের নোটিশ দেয়া হলেও তারা নোটিশের তোয়াক্কা না করায় প্রশাসনের সহযোগিতায় অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে ।

(এনকে/এসপি/এপ্রিল ০১, ২০২১)