শুধু তোমারি নীল আবরণ

মনের ভিতর আঁকড়ে থাকে কল্পনা আর সত্য একাকার হয়ে। জীবনের বহুরূপ একটি জীবনের কাছে হেরে গিয়ে, পূর্ণতা পায় আরেকটি ভালোবাসার গভীরতা ।
মায়াবী রাতে অরণ্যের নীলাচলে জোনাকিরা ঝলমল করে জ্বলে, মনকে সিক্ত করে বলি – বড়ই অদ্ভুত প্রেমময় পৃথিবী। যারে ভালবাসি সে তো বাতাসে দোলা খাই দূর- বহুদূরে! আকাশে তারার অস্তিত্ব যদি না থাকতো- তবে কি হৃদয়ে প্রাণের স্পন্দন হারাতো!
আজও স্বচ্ছ নীল জলে স্নান সেরে কল্পনায় তোমাকে ছুঁয়ে দেখার প্রণয়ে মত্ত। তোমার নীল আবরণের ঘ্রাণে কখনও কখনও মনকে প্রায় মাতালে মগ্ন হই।
মগ্ন হয়ে তোমার দেওয়া নীল শাড়ীতে জড়িয়ে আছি
তোমারি প্রতিক্ষায়...
অপেক্ষার প্রহর গুনতে গুনতে সন্ধ্যা গড়িয়ে কখন গভীর রাত হল – টেরই পেলাম না । তোমাকে ছুঁতে গেলেই ছুঁতে পারি না হারিয়ে যায় মন ।
উদাস প্রাণে পূর্ণীমার রাতে আবেগ শূণ্যতায় আলো আধারির খেলায়, ঝিঁ ঝিঁ পোকার নিস্তব্ধতা ভেঙ্গে – হৃদয়ের সাগরে ঢেউ উঠে, ঢেউ ভাঙ্গে নীল জলে।
তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছো আমার নীল শাড়ীর নীল মোহতে।
হৃদয়ের কম্পনে হারাতে হারাতে আমিও কখন হারিয়ে যাবো তোমার মোহ থেকে.....
“ কিছু কিছু মানুষের জীবনে প্রান থাকে– অথচ সত্যিকারের ভালোবাসাই থাকে না । ভালবাসা গুমড়ে কেঁদে নীরবে নিভৃতে হারিয়ে যায় নীল আকাশে।
ইচ্ছেরা কতকাল অপেক্ষার প্রহর গুণে গুণে ক্লান্ত- তুমি ধরা দাও, আবার হারিয়ে যাও ইচ্ছের প্রান্তরে। হাজার ও অদেখার মাঝে ও তোমারে দেখি অনুভবে আপন নীড়ে, অচেনার এই মায়া জগতে!
অনন্তের পথ যাত্রায় তোমার নীল শাড়ীতে সাজবো তোমার ভালোবাসার আবীরে।।
হৃদয় শুধু তোমাকেই খোঁজে ছায়া শরীরের অন্ধকারে মুখ লুকিয়ে।।


হেয়ালি মন

বিকেলের মিঠে রোদে নিঃসঙ্গ বসে আমি
অনুরাগ নিয়ে মন মঞ্জিলে অনুভবের বিষন্নতার ছোঁয়ায়
হৃদয়ে দোলানি নিয়ে বসে আছি
কখন তুমি ছুঁবে আমায় পূর্বের বাতাস হয়ে।
স্বপ্নীল সাজে নব দিগন্তে পরাগ ফুটবে,
এমন একটি পড়ন্ত বিকেলের অপেক্ষায়
এসে দাঁড়াতে অসংখ্য বিকেল অপেক্ষা করেছি।
কখন আসবে প্রবল তোড়ে স্মৃতিমুখর রোমাঞ্চিত ক্ষণ
খেয়ালই করিনিই বিকেল গড়িয়ে সন্ধ্যায়
পাখিদের বিক্ষিপ্ত নীড়ে ফেরার কিচিমিচি শব্দে।
নীরবতা ভেঙ্গে একা বসে ভাবছি
তুমি পাশে থাকলে কতো না ভালো লাগতো
হেয়ালি মনে অস্ফুট স্পর্শের অনুভূতির দোর
অস্তাচলে রবির স্পর্শে শিহরিত হয় উত্তাল মন।।