আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : ফরিদপুরের সালথায় প্রথমবারের মত এবার তেলজাতীয় ফসল সূর্যমুখীর চাষ করছেন কৃষকরা। প্রথমবারের চাষেই ভাল ফলন হবে বলে আশা করছেন তারা। 

শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শনশন বাতাসে দোল খাচ্ছে দৃষ্টিনন্দন সূর্যমুখী ফুল। চারপাশে হাঁসি ছড়িয়ে আকাশের দিকে মুখ তোলে নয়নাভিরাম সূর্যমুখীরা। ফুলের গন্ধে মাতোয়ারা মৌমাছি-ভ্রমরেরা। সূর্যমুখির হাঁসি দেখতে ও ফুলের সাথে সেলফি তোলতে প্রতিদিন অনেক মানুষ ভিড় করে বলে জানান চাষিরা।

উপজেলার গট্টি ইউনিয়নের বারসুয়ারকান্দী গ্রামের সূর্যমুখী চাষি কৃষক কিবরিয়া হোসেন বলেন, প্রথমবারের মত এবার এক বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ করেছি। প্রথমবারেই সূর্যমুখীর ভালো ফলন হয়েছে। এতে আমি ভালো লাভবান হবো বলে আশা করছি।

সালথা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জীবাংশু দাস বলেন, কম খরচে বেশি লাভ হওয়ায় আগামীতে আরও বেশি জমিতে সূর্যমুখীর আবাদ হবে। এতে করে বিদেশ থেকে তেল আমদানি ক্রমেই কমে আসবে।

(এন/এসপি/এপ্রিল ০৩, ২০২১)