মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া গ্রামের শশুরবাড়ি থেকে গৃহবধূ আখি আক্তারের (২০) লাশ শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করেছে পরিবারের লোকজন। এই ঘটনায় রাতে গৃহবধূর স্বামী আরিফ বেপারীকে আটক করেছে সদর থানা পুলিশ।

নিহতের পরিবারের দাবী, যৌতুকের টাকা না দেয়ায় আখিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে তার স্বামী আরিফ বেপারী।

স্থানীয়, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে মাদারীপুর সদর উপজেলার টুবিয়া গ্রামের কালাই ফকিরের মেয়ে আঁখি আক্তারের সাথে একই গ্রামের মৃত হায়দার বেপারীর ছেলে আরিফ বেপারীর বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারের ৫ মাসের ছেলে সন্তানও আছে।

বিয়ের সময় নগদ ৫০ হাজার টাকাসহ প্রয়োজনীয় আসবাবপত্রও দেয় আখির পরিবার থেকে। তবুও প্রায় সময় যৌতুকের জন্য আখির উপর মানসিক ও শারিরিকভাবে নির্যাতন করে আরিফ। একপর্যায়ে গত এক সপ্তাহ ধরে নির্যাতনের পরিমাণ বাড়িতে দেয় আরিফ। বিষয়টি এলাকার মুরুব্বি ও তার বাবার বাড়ির সবাইকে জানালে ক্ষিপ্ত হয় আরিফ।

শুক্রবার সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সাথে ওড়ণা দিয়ে প্যাচানো অবস্থায় আখির লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। এই ঘটনায় রাতে নিহতের পরিবার থেকে মামলা করা হয়েছে। রাতেই অভিযুক্ত আরিফ বেপারীকে আটক করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।

নিহত আখির ভাই রাসেল ফকির জানান, আমার মামাতো ভাই আরিফের সাথে আখির বিয়ে হয়। আগে আরিফ বিদেশে থাকতো। এরপর দেশে এসে রাজমিস্ত্রির কাজ শুরু করে। প্রায় সময় নানা অজুহাতে আখিকে যৌতুকের টাকা আনতে বলতো। আমরা গরিব মানুষ। আমি ও আমার বাবা অটোরিকসা চালাই। তাই যৌতুকের টাকা দিতে পারিনি। আর এতে করে আরিফ প্রায় সময় আখিকে মারধর করতো। গত এক সপ্তাহ আগে নির্যাতনের ঘটনা সবাইকে জানালে আরিফ ক্ষিপ্ত হয়ে উঠে। আর এসব কারণেই আমার বোন আখিকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আমাদের খবর দেয়। আসলে আরিফ এই হত্যাকে আত্মাহত্যা বলে নিজেকে রক্ষা করতে চেয়েছিলো। আমরা আমাদের বোন হত্যার বিচার চাই।

তিনি আরো বলেন, এই ঘটনায় মাদারীপুর সদর থানায় মামলা করেছি এবং রাতেই আরিফকে পুলিশ আটক করেছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. আব্দুল হান্নান জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত আরিফ বেপারীকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এ/এসপি/এপ্রিল ০৩, ২০২১)