ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধা সদর, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় কালবৈশাখী ঝড়ে আট জন নিহত হয়েছেন। গতকাল দিনগত রাত ৯টার দিকে গাইবান্ধা জেলা এর মধ্যে সদরের উপজেলার রামচন্দ্রপুর, মালিবাড়ি ও বাদিয়াখালি ইউনিয়নে ৩ জন, ফুলছড়িতে দুই জন, পলাশবাড়ীতে তিন জন এবং সুন্দরগঞ্জ উপজেলায় ১ জন, সাদুল্লাপুরের ১ জনসহ মোট ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ।

এছাড়াও শত শত টিনের চাল, গাছ, গছালীসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছোট বড় হাট বাজারের দোকান ঘরগুলো উড়িয়ে নিয়ে গেছে। বাশের ঝাড়, পানের বরজ, কলার জমিতে ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল বিকেল ৩ টার দিকে গাইবান্ধা সদরসহ সাত উপজেলার উপর দিয়ে বয়ে যায় ২ দফায় ঘণ্টাব্যাপী কালবৈশাখী ঝড়ে এসব ক্ষয়ক্ষতি হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝড়ে নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ভেঙে পড়া গাছ অপসারণে ফায়ার সার্ভিস কর্মীরা এছাড়াও নিরবিচ্ছিন্ন বিদ্যু সংযোগ সচল করার জন্য কাজ করছেন নেসকো ও পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তা কর্মচারীরা।

(এস/এসপি/এপ্রিল ০৫, ২০২১)