আবুল কালাম আজাদ, রাজবাড়ী : ‘মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো’ এই পতিপাদ্যকে সামনে রেখে দেশব্যপী পালন করা হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। তারই ধারাবাহিকতায় পাংশায় রবিবার (৪ এপ্রিল) থেকে শুরু হওয়া জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১ চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।

রাজবাড়ীর পাংশা উপজেলায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১১ টায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১ এর উদ্বোধন করা হয়। এর অংশ হিসেবে সাঁতার প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান (মহিলা) রোকেয়া বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহরিয়ার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস প্রমুখ।

জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(একে/এসপি/এপ্রিল ০৫, ২০২১)