নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে মাত্র ৩ মিনিটের কালবৈশাখি ঝড়ে উপজেলার সর্বত্র বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। রবিবার বিকাল ৪টা ৬ মিনিটে কালবৈশাখির দমকা হাওয়া ৩ মিনিট স্থায়ী ছিলো আর এতে করে বিভিন্ন স্থানে ছোট-বড় গাছ উপড়ে পড়ে এবং কয়েকটি এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে। আকাশ কালো মেঘ ধারণ করার সাথে সাথে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বড়াইগ্রামের বনপাড়াস্থ সদর দপ্তর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয় এবং ঝড় শেষ হওয়ার ৯ঘন্টা পর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও উপজেলার অধিকাংশ এলাকা ছিলো অন্ধকারে। 

সোমবার দিনভর বৈদ্যুতিক লাইন মেরামত ও পুনঃসরবরাহ কাজে ব্যস্ত ছিলো পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সমিতির জেনারেল ম্যানেজার মোমিনুল ইসলাম জানান, সন্ধ্যার আগেই লাইন শতভাগ সচল করা সম্ভব হবে।

এদিকে বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের পাশে বড় বড় গাছ উপড়ে ও ভেঙ্গে পড়েছে। অনেক স্থানে গাছের মোটা ডাল ভেঙ্গে পড়ে ঘরের চাল ভেঙ্গে গেছে।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, ঝড়ে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।

(এডিকে/এসপি/এপ্রিল ০৫, ২০২১)