নাটোর প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধির প্রেক্ষাপটে সংশ্লিষ্ঠ রোগীদের চিকিৎসা সক্ষমতা বাড়াতে নাটোরের সদর হাসপাতালের নির্মানাধীন ভবনে ৫ দিনের মধ্যে ৫০ শয্যার অস্থায়ী করোনা ইউনিট স্থাপনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। একই সাথে ভবনটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে ঠিকাদারকেও নির্দেশ দেন তিনি। 

সোমবার দুপুরে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধিন করোনা রোগীদের সার্বিক ব্যবস্থাপনার খবর নিতে গিয়ে এ নির্দেশনা দেন জেলা প্রশাসক। এসময় সিভিল সার্জন কাজী মিজানুর রহমান, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ও ঠিকাদার উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, করোনা ভাইরাসের সুচিকিৎসা যাতে নিশ্চিত হয় সেজন্য নির্মানাধীন ভবনে ৫০ শয্যার অস্থায়ী করোনা ইউনিট স্থাপনের নির্দেশনা দিয়েছি। বর্তমানে নাটোর সদর হাসপাতালে বর্তমানে ১১ জন করোনা রোগী চিকিৎসাধিন রয়েছে। বাকি ২০৩ জন নিজ নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

(এডিকে/এসপি/এপ্রিল ০৫, ২০২১)