কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জর কটিয়াদীতে কালবৈশাখী ঝড়ে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। রবিবার বিকালে উপজেলার বিভিন্ন প্রান্তে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। আর এতেই বোরো ধানের শীষ নষ্ট হয়ে গেছে ও কোন কোন জমির ধান মাটির সঙ্গে মিশে গেছে। ফলে ভাঁজ পড়েছে কৃষকের কপালে।

আচমকা ঝড়ে উপজেলার বিঘার পর বিঘা জমির ফসল একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। দমকা বাতাসে বোরো ধানের শীষ নষ্ট হয়ে গেছে, গাছ থেকে ঝরে পড়েছে সজনে, আম, লিচুর ফুল ও গুটি। নষ্ট হয়ে গেছে কলা, পেঁপে বাগান।

বিশেষ করে উপজেলার করগাঁও, চান্দপুর, মুমুরদিয়া ইউনিয়নের হাওরের বোরো ধানের বেশি ক্ষতি হয়েছে। কালবৈশাখী ঝড়ের গরম বাতাসে সোনালী ধান পুড়ে সাদা ধুসর রূপ ধারণ করেছে। ফসল তুলতে না পারলে কিভাবে সংসার চলবে সে চিন্তাই দিশেহারা কৃষক।

উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কৃষক আসাদ মিয়া (৫৮) জানান, ১ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। কিন্তু ঝড়ে তার প্রায় ৬০ শতাংশ জমির ধান নষ্ট হয়ে গেছে। ফলে এ বছর উৎপাদন খরচ আর উঠবে না। তিনি বলেন, ‘শুধু আমারই নয়, একই অবস্থা হাওরের সকল কৃষকের।’

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মুকশেদুল হক জানান, রোববারের কালবৈশাখী ঝড়ের গরম বাতাসে ধানের শীষের পরাগায়ন বিঘ্নিত হয়ে ও মাটিতে শুয়ে পড়ে উপজেলার ২৩০০ হেক্টর জমির বোরো ধান জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

(ডিডি/এসপি/এপ্রিল ০৫, ২০২১)