আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউন কার্যকরে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

“স্বাস্থ্যবিধি মেনে চলি; করোনা থেকে মুক্ত থাকি” এই স্লোগানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধে সরকার ঘোষিত “লক ডাউন” বাস্তবায়নে পাংশা উপজেলা, পৌরসভা ও সকল ইউনিয়নে মাইকিং করানো হয়েছে এবং জনসাধারণ কে সচেতন করা হচ্ছে।

সোমবার সকাল থেকেই পাংশা উপজেলার বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ মোড়ে সরকার ঘোষিত প্রজ্ঞাপন ও ম্যাজিস্ট্রেট কর্তৃক জারিকৃত “গণ বিজ্ঞপ্তি” বহুলভাবে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে প্রচার করা হয়েছে। সরকার ঘোষিত সাতদিনের লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে।

উপজেলা প্রশাসনের পক্ষে পৃথক অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাদাত হোসেন।

এসময় মাস্ক পড়াসহ স্বাস্থ্য বিধি কার্যকরে জনসাধারনকে সচেতনতার করার পাশাপাশি বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা এবং সরকারি এই সিদ্ধান্তে সকলকে সহযোগিতা করার অনুরোধ করা হয়। লক ডাউন ও স্বাস্থ্যববিধি প্রতিপালনে পাংশার বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্টে ৫ হাজার ৩ শত টাকা জরিমানাও করা হয়।

(একে/এসপি/এপ্রিল ০৬, ২০২১)