রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে লকডাউনের দ্বিতীয় দিনে শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দোকান মালিক-কর্মচারীরা। দোকান খোলার দাবি নিয়ে তারা প্রায় ১ ঘন্টা শহরের তমালতলায় অবস্থান নেন। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে শতাধিক দোকানের মালিক ও কর্মচারীরা শহরের তমালতলায় সমাবেত হয়ে সড়ক অবরোধ করেন। ‘কর্মচারী বেতন-বোনাস ও দোকান ভাড়া দিন, নইলে দোকান খুলতে দিন, লেখা ব্যানার নিয়ে এই বিক্ষোভ করেন তারা। এ সময় তারা ‘লকডাউন মানি না, মানব না’ শ্লোগান দেন।

প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভের পর জামালপুর চেম্বার অব কমার্সের নেতারা বিষয়টি প্রশাসনের সাথে আলোচনার আশ্বাসে দিলেও সড়কেই অবস্থান করে বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

জামালপুর চেম্বার অব কমার্সের পরিচালক ইকরামুল হক নবীন জানান, ঈদকে সামনে রেখে দোকান মালিকরা অনেক টাকা লগ্নি করেছেন। এমনিতেই সারা বছর করোনা মহামারীর কারণে ব্যবসায়ে মন্দাভাব ছিল। এখন লকডাউনের কারণে দোকান কর্মচারীরা বেকার হয়ে পড়েছে। তাই আজ তারা বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

করোনা মহামারীতে সরকারের আদেশের সাথে একাত্মতা পোষণ করে তিনি আরো জানান, দোকান কর্মচারীদের বিষয়ে মালিক সমিতির মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া দোকান মালিকরা সরকারের কাছে স্বাস্থ্যবিধি মেনে দোকান চালু রাখার আকুতি জানিয়েছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, দোকান খোলার দাবি নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, বকশীগঞ্জ উপজেলাতেও লকডাউন বিরোধী শ্লোগানে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এর আগে গতকাল দুপুরে মেলান্দহ উপজেলাতে লকডাউন অমান্য করে ব্যবসায়ীরা পথে নামলে পুলিশের সাথে ধাওয়া-ধাওয়ির ঘটনা ঘটে।

(আরআর/এসপি/এপ্রিল ০৬, ২০২১)