ইন্দ্রজিৎ কুমার সাহা, কালিয়াকৈর (গাজীপুর) : করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। কালিয়াকৈরে লকডাউন ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। তবে প্রশাষন ও ইউনিয়ন পরিষদ গুলি মাইকিং করে মানুষকে সচেতন  করছে। মানুষ  কোন কিছু মানতে চাইছনা।

দোকানপাট বিকাল পাচটার মধ্যে বন্ধ হলেও ব্যাতিক্রম দেখা গেল ডাচ বাংলা ব্যাংকের একটি বুথে।

সরেজমিনে গিয়ে দেখা যায় বুথের ভেতর এ বাইরে প্রচন্ড ভির, এখানে নেই কোন স্যানেটাইজার, অনেকের মুখে নেই মাস্ক।

এই ব্যাপারে একজন গ্রাহকের সাথে কথা বললে তিনি জানান, যে কালিয়াকৈরে রকেটের এজেন্ট নেই বললেই চলে তাই জীবনের ঝুকি নিয়ে এভাবে টাকা তুলার জন্য দারিয়ে আছি।

(আই/এসপি/এপ্রিল ০৬, ২০২১)