রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মাদকাসক্ত হয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া এক মেয়ের অপকর্মের দায় এড়াতে সম্পর্ক তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন এক অসহায় বাবা। সাতক্ষীরা সদরের বাঁকালের আনোয়ার আলীর ছেলে ইউনুছ আলী সম্প্রতি এফিডেফিডের মাধ্যমে এ ঘোষণা দেন।

ইউনুছ আলী জানান, তিনি আশাশুনি উপজেলার গাজীপুর গ্রামের কাশেম গাজীর মেয়ে নাছিমা খাতুনকে বিয়ে করেন। তার ঔরসে মুক্ত খাতুন নামে এক মেয়ে হয়। ২০১৫ সালের পহেলা জানুয়ারি স্ত্রী নাছিমাকে তালাক দেন। নাছিমা তার বিরুদ্ধে মামলা করলে ২০১৬ সালের ১৭ জুলাই মামলা খারিজ হয়ে গেলে সে অন্যত্র বিয়ে করে। মেয়ে মুক্তা তার কাছে থাকরেও মাদকাসক্ত ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তাকে বিয়ে দেন তিনি। বিয়ের কয়েক মাস না যেতেই মা ও মামার ইন্ধনে মুক্তা স্বামীর ঘর ছেড়ে চলে তার বাসায় আসে। মুক্তা নতুন করে মাদকাসক্ত হয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তাকে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হয়। নিষে করলেও ভালপথে ফেরেনি মুক্তা। বাধ্য হয়ে মুক্তার অপরাধের দায় থেকে নিজেকে বাঁচাতে চলতি বছরের ৩ জানুয়ারি তিনি সাতক্ষীরা আদালতে এসে এফিডেফিডের মুক্তাকে ত্যয্য কণ্যা ঘোষনা দিয়েছেন।

(আরকে/এসপি/এপ্রিল ০৭, ২০২১)