ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : মহামারি করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ বৃহস্পতিবার হতে শুরু হয়েছে। ঈশ্বরদী- আটঘরিয়া মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসকে টিকা প্রয়োগের মাধ্যমে ঈশ্বরদীতে দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্ক্রম শুরু হয়।

এসময় টিকা নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি.এম.ইমরুল কায়েস, উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসমা খান, পরিবার পরিকল্পনার শিশু বিশেষজ্ঞ ডা: আব্দুল বাতেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শফিকুল ইসলাম শামমি, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডুসহ আরো অনেকেই দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় সারাদেশের ন্যায় ঈশ্বরদীতে শুরু হয়েছে করোনা ভাইরাস টিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. এফ এ আসমা খান জানান রবিবার দুপুর পর্যন্ত ঈশ্বরদীতে প্রথম ডোজ টিকা গ্রহন করেছেন ১০,৫০০ জন।

দ্বিতীয় ডোজ টিকার নেওয়ার পর সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস টিকা নেওয়ার পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শুধু ভ্যাকসিনের দিকে তাকিয়ে থাকলে হবে না। সরকারের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত আছে। সবাইকে সচেতন হতে হবে। শক্তি প্রয়োগ করে স্বাস্থ্যবিধি মানানো যাবে না। নিজে থেকে সবাইকে সচেতন হতে হবে।

(এসকেকে/এসপি/এপ্রিল ০৮, ২০২১)