আবুল কালাম আজাদ, রাজবাড়ী : দেশব্যাপী করোনা ভাইরাস ( কোভিট-১৯) দ্বিতীয় ধাপে পরিস্থিতিতে জনসাধারণের প্রোটিনের চাহিদা নিশ্চিতকরনে স্বাস্থ্যবিধি অনুসরণপুর্বক রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতে ভ্রাম্যমান মাছ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের সার্বিক তত্বাবধায়নে ও শিহাব মৎস্য খামারের পরিচালনায় কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (চ.দ) আব্দুল মান্নান, সহকারী মৎস্য অফিসার রবিউল হক, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, ইউপি সদস্য আকরাম হোসেনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান মাছ বিক্রয় বৃহস্পতিবার বালিয়াকান্দি বাজার, শুক্রবার আড়কান্দি বাজার, শনিবার বহরপুর বাজার, রবিবার বালিয়াকান্দি বাজার, সোমবার নারুয়া বাজারে সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হবে।

(একে/এসপি/এপ্রিল ০৮, ২০২১)