আবু ছাল্লেক

হে মুজিব তোমাকে জানাই
হাজার শ্রদ্ধা,
তোমার কারণে তৈরি হয়েছিল
লাখো যোদ্ধা।
তোমার কারনে বাংলা আজ সেজেছে
নতুন সাজে,
তোমার কারনে শান্তি এলো
এই বাংলার মাঝে।
পাকিস্তানিরা ভয় পেয়েছিল শুনে
তোমার ভাষণ,
তোমার ভাষণ শুনে শত্রুকে মোরা
করেছি শাসন।
যে বাংলা ছিল অত্যাচার আর
নিপীড়নের ভরা,
সেই বাংলায় আনলে তুমি
শান্তির সারা।
বাংলা মা স্বাধীন আজ
তোমার কারনে,
আজও দোয়ার আয়োজন হয়
তোমার স্মরণে।
তুমি শান্তি এনে দেশের ইতিহাস
করলে সজীব,
তুমি হলে বাংলার নায়ক
শেখ মুজিব।