উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : মতলব উত্তর উপজেলায় ১৭০০ কেজি বরফসহ পিকআপ আটক করা হয়। এ সময় পিকআপের চালকসহ ২ জনকে আটক করে জনতা।

উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিষ দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করেন। আর জব্দকৃত বরফ নষ্ট করে দেন। আটককৃতরা হলো দাউদকান্দি উপজেলার দোনারচরের মুক্তার হোসেন ও উত্তর সতানন্দী গ্রামের দুলাল হোসেন।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম ও সহকারী মৎস্য কর্মকর্তা শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। উপজেলার ষাটনল ইউনিয়নের সটাকী বাজার এলাকা থেকে জাটকা সংরক্ষণের জন্য আনা বরফ স্থানীয়রা জব্দ করে প্রশাসনের কাছে হস্তান্তর করে।

জাটকা ইলিশ সংরক্ষণের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। পদ্মা-মেঘনাসহ দেশের বিভিন্ন নদীতে ইলিশ বিচরণ ক্ষেত্রে ৬টি অভয়াশ্রমে ৪৩২ কিলোমিটার নৌ-সীমানায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশসহ যেকোনো মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুত ও সরবরাহ নিষিদ্ধ রয়েছে। আইন অমান্য করলে মৎস্য আইনে সর্বোচ্চ ২বছর কারাদ-সহ আর্থিক জরিমানার বিধান রয়েছে।

(ইউ/এসপি/এপ্রিল ০৯, ২০২১)