তথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি প্রকাশিত হয়েছে ফেসবুকের ৫৩ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁসের ঘটনা। সেই খবরের রেশ শেষ হতে না হতেই জানা গেছে, ৫০ কোটি লিঙ্কড ইন একাউন্ট এর তথ্য ফাঁসের খবর।

সাইবার নিউজ এর তথ্যানুযায়ী একটি জনপ্রিয় হ্যাকার ফোরামে বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছে ৫০ কোটি ব্যবহারকারীর তথ্য। এ ছাড়াও নমুনা হিসেবে মোট ৪টি ফোল্ডারে এ রাখা হয়েছে আরও ২ কোটি প্রোফাইল।

ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর লিংকড ইন আইডি, ব্যবহারকারীর পুরো নাম, ইমেইল এড্রেস, জেন্ডার, লিংকড ইন প্রোফাইলের লিংক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলের লিংক।

তথ্য ফাঁসের পাশাপাশি প্রফেশনাল টাইটেল এবং অন্যান্য কাজ সম্পর্কিত তথ্যও ফাঁস হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, আজ থেকে ১৭ বছর আগে অর্থাৎ ৫ মে ২০০৩ সালে লঞ্চ করা হয়েছিল প্রোফেশনাল নেটওয়ার্কিং এর জন্য বহুল ব্যবহৃত প্লাটফর্ম লিংকড ইন। এটি এখন বেশ জনপ্রিয়।

(ওএস/এসপি/এপ্রিল ১১, ২০২১)