ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবসায়ী ও সাধারন জনগণ এর উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা আজ বেলা বারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। সম্প্রতি ফরিদপুর পতিতালয়ের জয় নারী কল্যাণ সংঘের নারী নেতৃবৃন্দের বিচারের দাবিতে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা ইলিয়াস কসাই, পিংকি আক্তার, ববি শেখ জয়নাল আবেদীন, শেখ ইরফান প্রমূখ।

সভায় বক্তারা পতিতালয়ের ভিতরের নারী নেতৃবৃন্দের বিভিন্ন কাজের সমালোচনা করে বলেন, তারা তাদের ব্যবসার সুবিধার্থে বিভিন্ন স্থানের অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের দ্বারা পতিতালয়ের অভ্যন্তরের ব্যবসা চালিয়ে যাচ্ছেন । যা অত্যন্ত গর্হিত কাজ।

তারা অভিযোগ করে বলেন জয় নারী কল্যাণ সংঘের সভাপতি আলেয়া বেগম দীর্ঘদিন ধরে পতিতালয়ের মেয়েদের উপর অকথ্য নির্যাতন করে আসছেন। একই সাথে এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে তার সখ্যতা থাকার কারণে দিনে দিনে তার কর্ম তৎপরতা বৃদ্ধি পাচ্ছে যা সমাজের জন্য ক্ষতিকারক।

তারা মাদক ব্যবসায়ী দের ও তাদের আশ্রয়দাতাদের গ্রেফতার করে প্রচলিত আইনে বিচার দাবি জানান। পরে তারা ফরিদপুর প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান করেন।

(ডিসি/এসপি/এপ্রিল ১২, ২০২১)