বাগেরহাট প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে বাগেরহাট জেলাব্যাপী সরকারী উদ্যোগে ন্যায্যমূল্যে ২৫টি ভ্রাম্যমাণ গাড়ীতে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। 

সোমবার সকালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জেলার ৯ টি উপজেলায় প্রতিদিন ভ্রাম্যমাণ গাড়ীতে করে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ বি এম জাকির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মহামারি করোনাকালে এ মুহূর্তে মানুষের দরকার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। এজন্য প্রতিদির প্রয়োজন দুধ, মাংস ও ডিম খাওয়া। এ তিনটি প্রাণিজাত পণ্য যাতে জনগণের দোরগোড়ায় পৌঁছায় সেজন্য সরকার এ ব্যবস্থা নিয়েছে।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় জেলার ৯টি উপজেলায় ২৫টি ভ্রাম্যমাণ গাড়ীতে করে প্রতিদিন বিভিন্ন জায়গায় নিরাপদ দুধ, ডিম ও মাংস বিক্রি করা হবে।

(এসএকে/এসপি/এপ্রিল ১২, ২০২১)