কাজী ফিরোজ, বোয়ালমারী (ফরিদপুর) : সোমবার (১২ এপ্রিল)  ঘরের আড়া থেকে শারমিন নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলার, বোয়ালমারী পৌরসভার ৫ নং ওয়ার্ডের শিবপুর গ্রামে।

থানা সুত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের শান্তু মিয়ার মেয়ে শারমিনের (১৯) শিবপুর গ্রামের রুবেল শেখের সাথে বিয়ে হয় মাস ছয়েক আগে। ঘটনার দিন শয়ন কক্ষে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে শ্বশুরবাড়ির লোকেদের শোর চিৎকারে প্রতিবেশিরা এসে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের শ্বশুর এবং বোয়ালমারী পৌরসভার ৫ নং ওয়ার্ড আ'লীগের সাবেক সভাপতি আইউব আলী বলেন, 'পারিবারিক কোন কলহ ছিল না। তবে সকালে ঋণের কিস্তির টাকা নিয়ে আমার ছেলের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল।'
তবে নিহতের পরিবার দাবি করেছে শারমিনকে হত্যা করা হয়েছে।’

বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, 'সংবাদ পেয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সুরতহাল রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।'

(কেএফ/এসপি/এপ্রিল ১২, ২০২১)