আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) : ফরিদপুরের সালথায় তান্ডবের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগের একাংশ। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার সদর বাজার ও বালিয়া-ঠেনঠেনিয়া বাজারসহ কয়েকটি স্থানে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, মোঃ গিয়াস উদ্দিন গিয়াস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলু মাতুব্বার, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, মোঃ ফরহাদ হোসেন, আমীন খন্দকার, আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান ওহিদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাকি বিল্লাহ, সোনাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন মাতুব্বার প্রমূখ।

এসময়, সালথায় বর্বরচিত হামলার ঘটনায় জড়িত স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত-বিএনপি, হেফাজত ও আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন বক্তারা।

উল্লেখ্য, গত (৫ এপ্রিল) সোমবার রাতে লকডাউনকে ইস্যু করে জনৈক এক আলেমকে আটকের গুজব রটিয়ে উপজেলা পরিষদ, থানা ও উপজেলা ভূমি অফিসসহ বিভিন্ন সরকারী অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় পুলিশ ৫৮৮ রাউন্ড শট গানের গুলি, ৩২ রাউন্ড গ্যাস গান, ২২ টি সাউন্ড গ্রেনেড এবং ৭৫ রাউন্ড রাইফেলের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এঘটনায় আহতবস্থায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত পুলিশ ৭৯ জনকে আটক করেছে।

(এন/এসপি/এপ্রিল ১৩, ২০২১)