গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে আউস ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান।

গোবিন্দগঞ্জ কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার মোশারফ হোসেনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধার খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক, স্থানীয় এমপি’র সমন্বয়কারী আব্দুল্লা আল হাসান চৌধুরী লিটন, কৃষি সম্প্রসারণ অফিসার মোরতবা আলী মানিক প্রমূখ।

শেষে অতিথিবৃন্দ প্রতিজন চাষীকে উন্নত ফলনশীল জাতের ৫ কেজি আউস ধানের বীজ, ৩৫ কেজি বিভিন্ন ধরনের সার বিনামূল্যে বিতরণ করেন। এ উপজেলার ৭শ’ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে এ বীজ ও সার বিতরণ করা হবে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।

(এসআরডি/এসপি/এপ্রিল ১৩, ২০২১)