টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলা তথ্য অফিসের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ, করোনা পরিস্থিতির উন্নতি ও টিকা গ্রহনে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

জেলা সদরসহ ১২টি উপজেলা, ১১টি পৌরসভা ও ১০৮টি ইউনিয়নে সরকারি বার্তাসমূহ মাইকিং এর মাধ্যমে তারা পৌঁছে দিচ্ছেন।

জেলা সিনিয়র তথ্য অফিসার সত্যেন্দ্র চন্দ্র পাল জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রীপরিষদ বিভাগ থেকে বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে সেগুলো পালনে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে কার্যক্রম চলানো হচ্ছে।

তিনি আরও জানান, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি জনসচেতনতা বাড়ানোর জন্য প্রচারণা চালাতে নানা পরামর্শ দিচ্ছেন।

(আরকেপি/এসপি/এপ্রিল ১৩, ২০২১)