ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, কৃষি আমাদেরকে বাঁচালে আমরা কখনো না খেয়ে মরবো না। আমেরিকার মতো দেশে খাবারের জন্য অস্ত্র নিয়ে মানুষ মিছিল করছে। কিন্তু আমাদের দেশে খাবার নিয়ে কোন সমস্যা নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে, কৃষকদেরকে বাঁচানো, কৃষকের মাঠ ফসলে পরিপূর্ণ রাখা এবং কৃষকরা যেনো উৎপাদন করে ক্ষতিগ্রস্ত না হয়। এইযে বিনামূল্যে সরকার সার, বীজ দিচ্ছে। সরকার সার ও বীজ বিনামূল্যে না দিলেও কৃষকরা ফসল উৎপাদন করবেন। কিন্তু বিনামূল্যে সার ও বীজ দিয়ে সরকার বুঝাতে চায় সরকার কৃষকদের পাশে আছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মনের কথা বোঝেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই, বিশ্ব মন্দার মধ্যেও আমাদের অস্তিত্ব টিকে আছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, ২০২০-২১ অর্থ বছরের খরিফ মৌসুমে আউশ ধান চাষে পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণী কার্যক্রম শুরু হয়েছে। প্রতি কৃষককে ১০ কেজি পটাশ এমওপি, ২০ কেজি ডিএপি এবং ৫ কেজি আউশ ব্রি-৮৯ ধানের বীজ দেওয়া হচ্ছে।

দুপুর দুইটায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, ইউপি চেয়ারম্যান মো. মোজাফ্ফর হোসেন, থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাহামুদুল হাসান প্রমুখ।

(এসিজি/এসপি/এপ্রিল ১৩, ২০২১)