গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে বুধবার (১৪ এপ্রিল) সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ কার্যকরে সড়কে তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। 

পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় চেকপোস্ট বসিয়ে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। যাঁরা জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত, তাঁদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। বিধি নিষেধ পালনে মাঠে রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। শহরের বিভিন্ন সড়কে যানবাহনের সংখ্যা ছিল খুবই কম। বিশেষ প্রয়োজন ছাড়া সড়কে জনসাধারনের চলাচল তেমন লক্ষ্য করা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মোবাইল টিম মাঠে কাজ করছে। মোবাইল টিম চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার মাক্স ব্যবহার না করার কারণে তিন জনকে (১৫০০)জরিমানা করেন।

(এসডি/এসপি/এপ্রিল ১৪, ২০২১)