তপু ঘোষাল, সাভার : রাজধানীর সন্নিকটে সাভারে সচেতনতা ও সর্বাত্মক লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে সাভার উপজেলা প্রশাসন। এসময় মাস্ক বিতরনসহ লকডাউন নির্দেশনা উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে আর্থিক দন্ডও দেয়া হয়।

বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে সাভার উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহফুজ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহফুজ জানান, সর্বাত্মক লকডাউন কার্যকর করতে জেলা পুলিশের পক্ষ থেকে মহাসড়কে চেকপোষ্ট বসানো হয়েছে। তারপরেও অনেক মানুষজন বিনা প্রয়োজনে বাসার বাহিরে আসার চেষ্টা করছে, তাই সর্বাত্মক লকডাউন কার্যকর করতে তারা মাঠে কাজ করে যাচ্ছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় প্রজ্ঞাপন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে কয়েক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।

(টিজি/এসপি/এপ্রিল ১৪, ২০২১)