নাটোর প্রতিনিধি : নাটোরে অভ্যন্তরীণ গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার নাটোর শহরের বড়গাছা খাদ্য গোডাউনে ভার্চ্যুায়ালে সংযুক্ত হয়ে গম সংগ্রহের উদ্বোধন করেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, জেলা খাদ্য অফিসার রবীন্দ্র লাল চাকমা, নাটোর সদর ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা (এলএসডি) মোঃ মফিজ উদ্দিন প্রমূখ।

চলতি মৌসুমে ২৮ টাকা দরে জেলায় গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬হাজার ৮০২ মেট্রিক টন। নাটোর সদরে ৮১১ মেট্রিক টন, নলডাঙ্গায় ৩৬২ মেট্রিক টন, সিংড়ায় ২৪৫ মেট্রিক টন, গুরুদাসপুরে ৫৬৭ মেট্রিক টন, বড়াইগ্রাম ১হাজার ৩১৮মেট্রিক টন, লালপুর ২হাজার ২৪০ মেট্রিক টন এবং বাগাতিপাড়ায় ১ হাজার ২৫৯ মেট্রিক টন সংগ্রহ করা হবে।

সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেছেন, গম সংগ্রহের নির্দেশনা ও সংগ্রহ নীতিমালার আলোকে “গম ২০২১সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন কৃষক যেন হয়রানি না হয় সেজন্য উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি নিয়মিত ক্রয়কেন্দ্র পরিদর্শন করবেন।

(এডিকে/এসপি/এপ্রিল ১৫, ২০২১)